মুক্ত বাঁধন তিক্ত বুকে এই প্রাণে,
       সেই তরুণী মাতিয়ে তোলে উদাস গানে।
        আজকে আমার মন ছুটে যায় উল্লাসে,
শিমুল পলাশ রাঙিয়ে দিয়ে দূর্বা ঘাসে রোদ হাসে।
              বুকের ভিতর সুখ আসে,
                মুক্ত বাঁধন এই বুকে
           সেই তরুণীর উদাস গানে।
      রাঙিয়ে দিল দুঃখ বুকে মোর প্রাণে।
            ঘূর্ণি ধূলা সব থেমে যায়,
            উদাস করা মরণ খেলায়।
        করুণ হাসি তপ্ত দুপুর পথ ভোলা,
      কুসুম ফোঁটা তরুণ হাসি দেয় দোলা।
              মুক্ত বাঁধন তিক্ত বুকে,
     সেই তরুণীর হাসি ফোঁটে রূপ সাগরে।
             নিত্য করে কাঁপিয়ে আঁখি,
            দীপ জ্বালা সেই দীপ্তআঁখি।
             স্মৃতির পটে নতুন গানে
       তিক্তবুকে নতুন পূজার আয়োজনে।
            চৈতি রাতে, জোয়ার বুকে
      সেই তরুণীর উদাস হাসি চারিদিকে।