কানায় কানায় ভরেছে জীবনের বিলাপ,
           অবুঝ ব্যথার সাগরে তার সাথে আলাপ।
চোরাবালির মাঝে থেমে গেছে দিনগুনা
         অতিচেনা ভালোবাসার আপনজন অচেনা।


বুকে চেপে ধরে অবুঝ ব্যথার কথা,
                  তুষের আগুনে চাপা জীবন পাতা।
জলেভেজা চোখ ঝাপসা ছায়াছন্ন আবছা
       শেষে-অবশেষে জীবনে ভর করে পরগাছা।


অবলীলায় বলে চলে কথা, ক্ষতশ্রী সময়ে!
          ছায়াছন্ন জীবনে তোলপাড় পায়ে পায়ে।
ফেনিল সাগরে কিংবা কুয়াশাছন্ন রাতে
           নখদন্তের লালসায় আঁকড়ে ধরে পথে।


প্রশ্নচিহ্ন পদচিহ্ন আঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে,
            তবু কৃত্রিমহাসি হাসে গোলকধাঁধায়ে।
মরীচিকার ভ্রমে আজ বিভ্রম যেন বিভ্রান্তি!
           অবশেষে নিঃশেষে পথিকের পথভ্রান্তি।


ছায়াছন্ন সমাজে জীবনের আশা ডুবেছে,
পরিকল্পনাহীন সমাজে স্বপ্নের বাস্তবায়ন কে দেখেছে!
ভূতলে অবাক রহস্য বীজ থেকে বৃক্ষ,
    জীবন সংগ্রামে- সংগ্রামই জীবনকে করে দক্ষ।


নিপীড়িত ও অনাহারক্লীষ্ট মানুষের মুক্তি!
             পুঁজিবাদ-মুক্তঅর্থনীতির ছায়াছন্ন যুক্তি।
                            (২৬ নভেম্বর ২০১০)