শক্তি তোমাদের একতা, দমাতে পারিনি কেউ ;
বুলেটে ঝাঁঝরা করেছে বুক, রাজপথে রক্তের ঢেউ।
সম্মুখে পথচলার আদায় করো অধিকার কথাবলার,
রক্ত দিয়ো তবু পিছপা হয়ো না কভু আদায় করে অধিকার।

তোমাদের শক্তি  তোমারা একতা তোমরা মুক্তচিন্তার সম্মুখে পথচলার,
দীপ্ত শপথে দৃঢ় অঙ্গীকারে ভেঙ্গে ফেলো সব অনিয়ম কারবার।
জাতিকে জাগাতে তোমরা পারো তোমরা যে যুগের বীর।
অন‍্যায় অনিয়ম ঘুস দুর্নীতির কাছে তোমরা নোয়ানো না শীর।

যুগেযুগে যত বিপ্লব তোমরা নেতৃত্ব দিয়ে জাগিয়েছো জাতিকে,
আলোর মশাল জ্ঞানের মশাল তোমাদের হাতে জাগাও সত‍্যকে।
তোমাদের শক্তি তোমরা একতা তোমাদের দমাতে পারিনি কেউ,
জ্ঞান চর্চায় জ্ঞান-বিজ্ঞানে জাতি গঠনে তোমাদের দমাতে পারিনি  কেউ।