অপরূপ স্বপ্ন শরতের পূর্ণতায়,
স্নিগ্ধ মধুর রূপ তারই পূর্ণিমায়।
লাজুক প্রেমের কবিতার মতো,
কোলাহল-কলরব নয় ততো;
শরৎ নিশিতে শিহরণ জাগায়,
শরৎ প্রভাতের শিশির কণায়।
প্রফুল্লতা আনে মনে
নীল নয়নের গানে,
পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ
উত্তরে তার বেগ।
চিত্রকল্পে মধুর প্রশান্ত
শরৎ প্রভাত রূপের অনন্ত।
তারা ভরা রাতে, খোলা প্রান্তরে
আনন্দভরা স্মৃতি সেই শরতে,
শিউলি ঝরা শিশির ভোরে
চৌদিকে হাতচানি আদরে।
বিজন নিশীথে রূপকথার গল্প বোনে
বারবার শুনেছি বিমুগ্ধ নয়নে।
আকাশ সুনীল অবারিত
নদীতীর শ্বেতশুভ্র কাশফুল খচিত,
শেফালি-শিউলিতে সুরভিত
শরৎ রূপ প্রকৃতির শুভ্র শুদ্ধ পবিত্র।
পুষ্পে গন্ধে আলোকিত,
শরতে সবাই আমোদিত-বিমোহিত।
ক্রোধহীন, সৌরভে ভালোবাসার টান;
শিশির বিন্দু মায়াবী প্রেমের ঘ্রাণ।
কোমল-মধুর-রূপসী-শান্ত শরৎ,
বিষণœ ব্যথা ভোলায় রূপ প্রকৃতির শরৎ।