আমাদের শুভ বুদ্ধি উদয় হতে আর কতো দেরি ভাই!
দেশপ্রেমি বুদ্ধিজীবি আত্মত্যাগে উজ্জীবিত কেন হয় না সবাই!
বিত্তবৈভব ভুলে কেন পারি না, আমাদের সমাজটাকে গড়তে?
পরনিন্দা আত্মঅহংকার ভুলে কেন পারি না! সম্মুখে এগুতে।
আমাদের দেশ, সোনার বাংলা গড়তে দরকার দেশপ্রেমী জনতা;
বাঙালির জাতীয়তাবোধ, বাংলার চেতনায় থাকতে হবে একতা।
আমাদের অধিকার অদয়ে জোরালো দাবি তোল কৃষক জনতা,
দুর্নীতি রুখে, স্বজনপ্রীতি ভুলে, হতে হবে কাজে মহানুভবতা।
আমাদের শুভ বুদ্ধি আর কবে হবে ভাই-বোন বন্ধু জনতা,
আমাদের স্বদেশ গড়তে এগিয়ে চলো দেশপ্রেমী জনতা।
স্বতন্ত্র পরিচয়ে, আপন কাজে আর বাস্তবমুখী পদক্ষেপে,
আমাদের সোনার বাংলা, আমাদের গড়তে হবে ধাপে ধাপে।
সংকোচ ভুলে, বিজয়ের জয়গান গেয়ে চলো যাই এগিয়ে,
শত্রু মিত্র ভুলে, এক হয়ে দেশগড়ি, দেশপ্রেমী জনতাকে নিয়ে।
শুভ বুদ্ধি দরকার সুশীল সমাজ, বুদ্ধিজীবি আর নেতা-নেত্রীদের,
তবেই অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক শান্তি আসবে আমাদের।