কন্যা জায়া মাতা এরা সবাই মায়ের জাত,
                 এরা সংসারে মমতাময়ী, ছলনাময়ী, বহুরূপি।
                   বাবা-মা ছেড়ে মেয়েরা স্বামীর ঘরে যায়
                    আজ যে কন্যা, কাল সে অন্যের ঘরের বউ
                                  আর ক’দিন পরে সে মা।
                  এই তো চিত্রপট, এর ব্যতিক্রম নেই কেউ।
                তবে এমন কেন তারা! যখন হয় শাশুড়ি,
                          ননদ শাশুড়ির বাড়াবাড়িতে,
            মনোমালিন্যে সংসারে অশান্তি ,শেষে ছাড়াছাড়ি।
                  শাশুড়িরা সবাই অন্যের মেয়েকে
                নিজের মেয়ে বলে মেনে নিতে পারে না,
                  ছেলের বউকে নিজের মেযের আসনে
                                  বসাতে পারে না।
                  আমরা সবাই জানি বউ-শাশুড়ির দ্বন্দ্ব
                          সেই সুদূর অতীত থেকে,
                  ছেলে ছিল আমার যক্ষেরধন নয়নমণি
              ওর বিয়ের আগে সবাই মিলে ছিলাম সুখে।
                  আমার চোখে যা দেখেছি তাই অনেক,
                             ঘুরে ফিরে পরিচয় একই
            কখনো কন্যা, কখনো জায়া, আবার কখনো মাতা।
                    কাজে রূপে গুনে সংসারে অনন্যা
                         এমন দূর্দন্ত মেয়েকে দেখেছি,
             তবুও তাকে শ্বশুর বাড়িতে নির্যাতিত হতে শুনেছি।