সোনাপাখি নামে ডেকো! যা তোমার কাছে শ্রেয়ঃ,
আদর সোহাগে ডেকো যে নাম তোমার সবচেয়ে প্রিয়।
এ নামের মধ্যে প্রেম ভালোবাসার বোধ আছে,
প্রেমের অনুভূতি, আকুতি, আত্মসমার্পণ আছে।
প্রেমময় সোনাপাখি নামে ডাকলে হৃদয় দেহ মন ছুঁযে যায়,
স্বর্গীয় সুখ আসে প্রকৃতির সবুজ নীরবতায়।
সে নামেই ডেকো যে নামে আছে প্রেমের ভক্তি,
সূর্য নক্ষত্র গ্রহের চেয়েও বেশী আকর্ষণ শক্তি।
       সেই সুমধুর সোনাপাখি নামে ডেকো
    যে নামে প্রাণে প্রেমের শক্তি যোগায়,
                  অনাবিল অনন্দ মমতায়।
সব মান অভিমান অনুরাগ যায় চলে,
            কর্ম জীবনের ক্লান্তি ভুলে।
সংসারে কর্ম চঞ্চল এনে জীবন করে গতিময়।
তোমার প্রেমের সুবাসে ঘর যেন হয় ছায়াময়।
মধুর সোনাপাখি নামে ডেকে জীবনে এনেছো গতি,
সকল সুধার ক্ষুধার মাঝে যামিনীর প্রেম অনুভূতি।
           আঁধার কেটে উঠেছে প্রভাতের সূর্য
নিরব অশ্রু দেখেছে প্রকৃতি ভালোবাসার ধৈর্য।
ঘুরে ঘুরে ডেকে শক্তি যোগাও ক্লান্তি ভুলিয়ে,
অবসাদ বিষাদে দুঃখ ভুলাও সেই মধুর গান গেয়ে।
মনভোলানো সোনাপাখি ডাকে আছে মায়াবি জ্যোতি,
ধৈর্য প্রেম ভালোবাসায় তুমি আজ মানবতার শক্তি।
           সোনাপাখি নামে ডেকে ডেকে-----
আদর সোহাগ মমতায় জড়িয়ে রেখো বুকে।
জীবনানন্দের বনলত সেন কিংবা সুরঞ্জনা
   ভক্তি শ্রদ্ধা ভালোবাসা কারুর কম না।
রবীন্দ্রনাথ ঠাকুরের লাবণ্য আর নজরুলের অনামিকা
তোমার ভালোবাসায় এঁকে যাও সোনাপাখি ডাকা।
হৃদয়ের মণিকুঠরে পরশ বুলায় ঐ সোহগী ডাকে,
প্রিযতমা! সোনাপাখি ডাকে অহংকার যেন না থাকে।
                                                        


(০৮ নভেম্বর ২০০৯)