অন্ধকারে আচ্ছন্ন প্রগতিশীল সুশীল সমাজ,
সুবিধাভোগিরা ধবংস করছে সমাজ।
যুব সমাজ আজ নেশার মাতালে অস্থির
  রন্দ্রে রন্দ্রে প্রবেশ করছে বীষবাষ্প
                       তাই তো সে প্রগতির।
চাই, আরো চাই ; টাকা  আরো .....
প্রভাবশালী হতে হলে কত টাকা সম্পদ দরকার!
বাস্তহারা ছিন্নমূল মানুষের দেখেছো কি হাহাকার?
সর্বাঙ্গে পচন ধরেছে আমাদের সমাজে
দুর্নীতি জেকে বসেছে প্রতিটি কাজে।
ধনী আরো ধনী হচ্ছে। এক কোম্পানি থেকে
                  গড়ছে মাল্টিন্যাশনাল কোম্পানি,
গরিব আরো গরিব হচ্ছে। খাচ্ছে নাকানিচুবানি।
অন্ধকারে থেমে যায় বুদ্ধিজীবি অন্ধ গলিপথে।
প্রগতিশীল নব্য এলিট সমাজ চলে দুনীঁতির রথে।
নিজের চরিত্র বিক্রি করে ঘুষ নেয়ার বিনিময়ে,
        রাষ্ট্রযন্ত্র দুর্নীতির আঁধারে গিয়েছে ছেয়ে।
সভা সেমিনারে কত সমাদোর কৃষকদের নিয়ে,
ভণ্ড রাজনীতি করে ঐ গার্মেণ্ট শ্রমিকদের দিয়ে।
অসহায় নারীদের শ্রম(টাকা) কীভাবে নিচ্ছে চুষে
হায়রে প্রগতিশীল বুদ্ধিজীবি তোমরা আছো চোখ বুজে।
টাকার কাছে, স্বার্থের কাছে মুখবন্ধ সুবিধাভোগী বুদ্ধিজীবি
      সর্বাঙ্গের আঁধার ঘুচিয়ে সমাজে কে উঠাবে রবি!
                                                            


   (১৫ অক্টোবর ২০০৯)