পৃথিবীর পথে পথে আঁধার নেমেছে
শিকারের অপেক্ষায় নিশাচর প্রাণি
                    রাত অবধি ঘুরে ঘুরে।
কাক শকুন পেঁচার সখ্যতা বেড়েছে
ধূলোয় ধূসর পৃথিবী ছেয়ে গেছে।
নীলাকাশে ভমিরুলের গুঞ্জন
রৌদ্র দুপুরে মৌমাছিরা আত্মগোপনে।
                    রূপসরিা ঘুমিয়ে আছে
     অনন্ত ঘুমে বাংলার অন্দর মহলে।
আশ্বিনের বাড়ন্ত ধানে ছুটছে দলে দলে
মাজরা পোকা কিংবা পংগ পালের দল
ঘাসফড়িং চুমু খায়, ফুটে আছে শতদল।
            আঁধারে ভরে গেছে ধরণী,
            গোবরে পোকার গুমরানি।
               উড়ে উড়ে ঘোরে শকুন চিল
  বাশঝাড়ে ভূতুম পেঁচার গোঙ্গানি
জোনাকি পোকারা পথ দেখায়।
নীলাভ ব্যথা! বিমর্ষ চোখের তারায়
      বুনো মাছিগুলো ভন ভন করে
                 শকুনেরা তার উপরে
                  গন্ধ ছড়ায় চারিদিকে।
পিঁপড়েরা সারি বেঁধে চলে
মুখোমুখি কি যেন বলে ! আবার চলে
                      খাদ্যের খোঁজে।
                            


  (১১ নভেম্বর ২০০৯)