সূর্যটা চলেছে ঐ সমিানা পেরিয়ে,
দিগন্তের সোনালী আভারণ মিলিয়ে।
অরুণ আলোর প্রভাতি কিরণ,
উদ্ভাসিত ধীরে ধীরে রবির অরুণ।
নগর শহর গ্রাম গঞ্জ প্রান্তরে,
ক্লান্তি নেমেছে ধরার অন্তরে।
তপনের আলোচ্ছটা গোধুলি লগনে ম্লান,
দিবাকর তলিয়ে সুধাকর অম্লান।
পাখিরা দিগন্ত চিরে ফিরছে নীড়ে,
মানুষ ফিরছে ঘরে কর্মব্যস্ত ছেড়ে।
আপন আলয়ে নেই দিগন্তের ছটা,
অন্ধকারে মিলেছে প্রভাকর সবিতা।
ক্লান্তির ছাপ প্রকৃতির বুকে বসুন্ধারায়,
চেয়ে থাকে উদীত সূর্যের প্রতীক্ষায়।