তৃষ্ণায় শুকিয়েছে গলা, জ্বলে পুড়ে ছাই;
অন্তর আজ খাঁ খাঁ চারিদিকে কিছু নাই।
গৈরিক গলা জলে অসহায় দৃষ্টি,
এ কোন নিয়তি চতুর্দর্শী বৃষ্টি!
আর্তনাদে উড়ে চলে আগুনের লেলিহান,
রূপ আজ বহুরূপী মুক্তির সন্ধান।
মরুভূমি ভেজা ভেজা অশ্রু আর রক্তে!
সভ্যতার মৃত্যু জিকির তোলে জগতে।
চিৎকার হাহাকার শূন্যে ভাসমান,
জনশ্রুতি বাণী দিয়ে ওরা খোঁজে পরিত্রাণ;
স্বপ্ন বিন্যাসে ওরা খোঁজে মুদ্রার ব্যবধান।
নগ্ন কাফনে তপ্ত স্রোতে ধাতব মুদ্রা দোলে,
স্বপ্ন ছেঁড়া দীর্ঘশ্বাস আর আর্তনাদ আস্তাবলে।
সভ্যতার বিবেক আজ অসম দৃষ্টি লোকালয়ে,
নিরন্তর লুকোচুরি আসন্ন ছায়াতীত স্বায়ত্বসময়ে।
আঁধারে স্বপ্ন বিন্যাস চলে প্রগাঢ় মমতায়,
শেষে ফিরি পদব্রজে ধোঁয়া আর ছায়ার রৌদ্রখেলায়।
পুঁজিবাদের অন্তরালে ব্যবধান যেন আগ্রাসী,
সভ্যতার মৃত্যুতে বিবেক বহুরূপী সর্বগ্রাসী।