তোমার ললাটে দেখি পূর্ণ চাঁদ
আর আমার পূনিমা
       সে তো ছিল সেই ক্ষণে
আমি হয়েছি পথ ভ্রষ্ট অমাবশ্যার বানে?
কি দেব তোমায় এ অমাবশ্যার মধ্যরাতে
ভুলেছো কি তুমি! সেই শিউলি শরত প্রভাতে
সে দিনের কথা, বুকে বড় ব্যথা।
   সেই ধুঁ ধুঁ প্রান্তরে
          মরু ঝড় অন্তরে
নব রূপে! কেন এই মিনতি?
এই শনির চক্রে এসে।
বল আরও বল। এই তো সময়
তবুও করো না বঞ্চনা।
প্রেমতব জাগল আজ তোমার হৃদয়ে প্রান্তরে।
  এ কোন নিষ্ঠুর বসন্তে
       নিষ্প্রাণ দেহে
             কি! যেন  কি মোহে
কতটি বসন্ত গেল দেখছ কি চেয়ে !
অবশেষে এলে বড় দুঃসময়ে।
হারিয়েছ তুমি কাছাকাছি পেয়ে
     মায়ার বন্ধন ছেড়ে
তবু মিনতি শনির চক্রে ফুল ফাগুনের তপ্ত দাহে
ফুলপাতা ছেড়ে দাঁড়িয়ে আছি মরার মত
বল, ব্যথা দিবে আর কত
আমি এসেছি আবার গজাবে পাতা
                      দূর হবে ব্যথা,
হাসালে মোরে! সেই স্মৃতি ঘোরে।
প্রেম জাগল তব তোমার হৃদয়ে প্রান্তে
তবে কেন এ পড়ন্ত বেলার শেষান্তে।