নবরূপে এসেছ; হাসালে মোরে
এ কেমন খেলা বিশ্ব খেলা ঘরে।
মম দিল! সে তো পুড়েছে চৈত্র ক্ষরায়
দু’চেখে ঝরছে জল অঝর ধারায়
তবে কেন এলে এ পড়ন্ত বেলায় বসন্তে?
প্রেম আজ জাগল তোমার হৃদয় প্রান্তে
খুঁজেছি আমি দিন মাস সন
সাগর-নদী-অরণ্য-বন
কে যেন বলল, সেদিন কেন অযথা খুঁজিস?
আমি ক্লান্ত আজ এই ক্ষণে
যদিও তুমি এলে পড়ন্ত জীবনে!
ততদিন আমি
পুড়ে পুড়ে নিঃস্ব অনন্ত বিষাদে।
সেই শুভক্ষণ নাই। আমি এক যাযাবর
আমার ঘর হয়েছে আজ পর
একি ললাটের খেলা! শেষ হলো চলা
ধূসর পৃথিবীর ধুলি মেঘের ভেলায়
আজ এ অবেলার
তবু কেন এলে এ পড়ন্ত বেলায়।
প্রেম জাগল তব তোমার হৃদয় ভেলায়।
হৃদয়ে স্থান চাও! সেখানে মরুভূমি করেছে বাসা
ক্ষীণ আজ শেষ ভরসা ।