সেই শুভক্ষণ নাই, বড়ই দুঃসময়
যেতে হবে আমায় দূর অজানায়।
হৃদয় পানে চেয়ে দেখ তুমি! একটু দাঁড়াও
ব্যথিত নীপবনে যাবে? সাথে নাও।
প্রেম তবে জাগল তোমার অন্তরে
আজ এ কুয়াশার জলে।
জানিনা ; তব সেকি অপরাধ মোর?
নয়ন জলে ভাসে! জানিনা কখন হয় ভোর
সেই শুভক্ষণ নাই ; আজ বড় অসময়
দশদিগন্তে অশান্তির ঝংকার সেথায়।
যাবে তুমি, তবে চলো
তোমার চরণতলে দিয়েছ ঠাঁই
এ মোর বড় পাওয়া এ অসময়ে
বন্ধু করে রেখো হৃদয়ে।
হারিয়ে খুঁজেছি আমি সিন্ধু পাড়ে
অমাবশ্যার অন্ধকারে
কেন এলে এই অবেলার কালে?
শুভক্ষণ নাই! বড়ই অভাব বসন্ত বেলার
উজানের পথে হেঁটেছি কত দিবানিশি
ভাটির টানে ধরতে পারিনি পূর্ণশশি ।
জাগল প্রেম তবে কেন এই অবহেলার কালে ?
সবকিছু ছেড়ে ভেবেছি এ ছিল মোর ভালে