মোহমুগ্ধ মনে হেঁটে যাই বহুদূরে
আচমকা ডাকে দূরে
অনুচ্চস্বরে!
সম্পর্কের বালাই নেই তবুও ডাকে দূরে
কে দাঁড়িয়ে পিছে, তাকাই ঘুরে
উদ্ভাসিত নয়নে।
তর্জনী তুলে, চলো ঘুরে আসি ওদিকে
তাকিয়ে ওর মুখে
কেন এসেছো পিছে পিছে এই বুনো পথে
দুর্গম গিরিপথে।
আমি চলি সম্মুখে
দোদুল্যমান মন বিষণ্ন বিহ্বল।
সম্পর্কে দাঁড়িয়ে দেখি পিছনে
অশ্রুবন্যা তার দু’নয়নে।