.           তারই সনে
                                   এম. মাহবুব মুকুল
সদ্য ফোঁটা পাপড়ি তুলে
ভরিয়ে দিলে নয়ন জলে।
             সাগর দোলে
              উঠছে ফুলে।
তোমার আশায় ভূবন জ্বলে
আপন ভূবন তারই ভুলে,
চিরচেনা মানস মনে
          তারই সনে।
নিত্য কাজে ,  কাজের মাঝে
মন পড়ে রয় তারই মাঝে।
ভূবন ভরে সখ্য করে
আদর মাখা গানের সুরে।
একই সুরে , দূরে দূরে
পাপড়ি ছিটায় অজ্ঞলি পুরে
রূপ সাগরে ঘুরে ঘুরে।
             নয়ন ভরে
           ফুলের পরে,
মনের কোনে হৃদয জুড়ে,
ভূবন ভরায় আকাশ ফুঁড়ে।
সে যে আসে ফুল ফাল্গুনের নবীন পাতায়
আকাশ ভরায় জ্যোৎস্না-তারায় পূর্ণিমায়।
নিত্য কাজে হৃদয় কোনে,
সখ্য গড়ে তারই সনে।