ঠিকানাবিহীন পথিক আমি বন্দি এ শহরে
                   মৃত্যুর ক্রন্দনে,
নিঃশব্দে ঝরে রক্ত আঘাতে আঘাতে
নিঃশ্বাস নিতে ভয় দগ্ধ জীবনে।
গ্রাম থেকে গ্রামান্তরে
ঠিকানাবিহীন পথের বাঁকে বাঁকে,
                স্মৃতির মর্মমূলে
প্রতিশ্রুতির পাথর গড়িয়ে চলে - -- -
                মৃত্যুর ক্রন্দনে।
ঠিকানাবিহীন পথিক আমি বন্দি এ শহরে
      জনতার ভীড়ে চেয়ে দেখি
                দূর জানালা দিয়ে - -
আবার চলেছি আমি ঠিকানাবিহীন
                       সম্মুখ পথে।