নিষ্ঠুর বর্বর সমাজে আমাদের বসবাস
প্রেম মায়া মমতার বড় অভাব,
সভ্যতার গায়ে আগুন লেগেছে,
তাই তো পাল্টাচ্ছে স্বভাব।
হায়রে! বিচিত্র রূপধারী মানুষ!
লোভ হিংসা নষ্টামিতে গড়ছে ফানুষ।
নীতি আদর্শ হারিয়ে সমাজ আজ বিবেকহীন,
দুর্নীতি ভণ্ডামি নষ্টবিবেকে তাই তো স্বাধীন!
শান্তির ছায়া হারিয়ে বিপথে ঘোরে
সততা আন্তরিকতা আজ পরপারে,
অসভ্যতা ভর করছে সভ্যতার অস্থিমজ্জায়,
বিকৃত মন মানসিকতায় ভরে গেছে
সমাজ ব্যবস্থায়।