খুঁজে ফেরে দেশ সেই সব মহামানবকে,
                    যাঁরা  দিবে নতুন ঠিকানা দেশকে
জাতিকে দিবে বাঁচার প্রেরণা।
      দেশ-জাতি বারবার খোঁজে দেশপ্রেমিক নেতা।
দেশের তরে নীতি আদর্শে সর্বত্র থাকে অবিচল,
বাংলার বাঙালি তাই খুঁজছে দূরদর্শি বিচক্ষণ নেতা।
দেশ চায় নেতা আর নেতা দেয় সঠিক পরিকল্পনা;
              দেশ-জাতি পায় ভরসা, নতুন ঠিকানা।
দেশ চায় মহামানব, মহাননেতা। যে দেবে দুর্দিনে
         নতুন পথ, জাতিকে জাগাবে তার কর্মগুনে।
তাই খুঁজে চলেছে বাংলা সেই মহান নেতাকে,
   নতুন ঠিকানা, নতুন প্রেরণায় জাগাবে সবাইকে।
জাতি তার ক্রান্তি কালে খুঁজে চলে মহৎনেতাকে,
  নতুন পথ দেখিয়ে নব কৌশলে জাগাবে জাতিকে।
                (২৪ মার্চ ২০১২)