পুঁজিবাদের আড়ালে
মানবতা যায় ভুলে
শোষণের হাতিয়ার মিথ্যা কারবার।


পুঁজিবাদের দোটানায়
শোষণ আজ সর্বময়
ব‍্যবসায়ী ও শাসক, করে দেন দরবার।


তোষামোদীর জৌলুস
প্রতি কাজে চায় ঘুস
মানবতা হারায় অধর্মের কাছে।


নীতিকথার বাহারে
চাকচিক‍্য বাহিরে
যা পারো, চুষে  নাও! দেশ থাক পিছে।


তুমি আমি মিলে
যা পাই, খাই গিলে
পুঁজিবাদ-সমাজতন্ত্র সবাই ঐ শাসকের।


শাসকের ভুলে
দেশ যায় রসাতলে
আবার  দেশপ্রেম নন্দিত করে  শাসকের।