দুপুরের রোদে হাসছে বসন্ত
                       এই ধুঁধু স্তব্ধ গ্রামবাংলা।
এঁকে বেঁকে চলেছে উত্তপ্ত বালুময় মেঠোপথ।
                পাতাঝরা সবুজ পাতার ডালে
ঘুঘু ডেকে ওঠে ঘু-ঘু---ঘু।
    আম বাগানে কোকিলের মিষ্টি মধুর সুর
বসন্তকে করে তোলে উতলা,
              নদীর শীতল ঢেউ-এর  স্নিগ্ধতা
রাজ্যের ছায়া ঐ বটের ছায়ায়।
             মেতে ওঠে বসন্ত দুপুরের রোদে
গ্রামবাংলার আমের বোলের সৌরভে।
মৌমাছি গুনগুনিয়ে এক ফুল থেকে
                              অন্য ফুলে ছোটে।
কাঠবিড়ালী লেজ উচিয়ে
             কিচিরমিচির শব্দে লাফিয়ে চলে,
দোয়েল তার আপন ভঙ্গিতে
                  লেজ নাড়ায়।
বসন্ত দুপুরে শান্ত অথচ সবার মন উতলা।
বসন্ত দুপুরের রোদে বাংলার প্রকৃতি হাসে।
প্রকৃতির পরতে পরতে নব যৌবন ভাসে।
            (২১ মার্চ ২০১২)