দেশ যাক রসাতলে
তোরা থাক রাজার হালে
দেশ নিয়ে ভাবনা করে ঐ মধ‍্যবিত্তরা।

লুটেপুটে খা
যা পেয়েছিস নিয়ে যা
চালিয়ে যা তোরা মেধাবী তোরা সেরা।

কান ধরে উঠবস করা  
শিক্ষকরা বিদ‍্যালয় ছাড়া  
ছাত্ররাই শিক্ষক, রাজনীতিতে নাম লেখা।

দেশ যাক গোল্লায়
শিক্ষাক দৌড়ে পালায়
ছাত্ররা রাস্তায়, বিদ‍্যালয় পড়ে আছে ফাঁকা।
06/09/2024