চিৎকার করে বলতে চেয়েছি সবই
                         বলতে কিছুই পারিনি!
আমার যে মুখবন্ধ! সর্বদা ভয় ভীতি
                 স্বাধীন দেশে এ কেমন নীতি।
আমি শুনেছি, শুধুই শুনেছি
                      প্রতিবাদ করতে পারিনি।
কেননা আমার যে হাত বাঁধা!
    আমি দাঁড়িয়ে থেকেছি অসহায়ের মতো
শুধুই শুনেছি,শুধুই শুনেছি,
                    নীরবে কেঁদেছি! কেঁদেছি।
অশ্রু ঝরেছে দু’চোখ দিয়ে বারবার।
             কেননা, আমার ক্ষমতা যে তুচ্ছ,
আমি নিঃস্ব অসহায়! কেউ নেই দেখার!
         আমি চিৎকার করে বলতে চেয়েছি !
থামিয়ে দিয়েছে কথা বলার শক্তি!
        তাই কাগজ কলমে বাড়িয়েছি ভক্তি।
বেঁচে আছি লালসার মাঝে, জাগি ভয়ে
                             জীবন্ত লাশ হয়ে!
কুমিরের সাথে করি বসবাস
            আর বাঘ-সিংহের মাঝে আবাস।
হায়েনার সাথে করি সখ্যতা,
শাপদসংকুল জঙ্গলে বিশ্বাসের ভয়াবহতা।
      এ কেমন বেঁচে থাকা!
              এ কেমন বেঁচে থাকা!


(২৫ ফেব্রুয়ারি ২০১১)