তোমাকে হারিয়ে খুঁজেছি ; সময়ই শুধু সাক্ষী!
আমার গর্ব, আমার ঐতিহ্য, আমার অহংকার তুমি।
গোপন অশ্রুপাত, অহংকার, জীবনের সব দায়ভার;
তোমার অস্তিত্বের দিকে চেয়ে থাকি ক্লান্তির আবেশে
শিউলি তলাতে চলি একাকি আপন স্বভাবে
                        তৃপ্ত হৃদয়ের অনুভবে!


অন্তরের দৃঢ় আপন সত্তার জয়চিহ্ন এঁকে এঁকে,
নিশিজাগা ঢুলু ঢুলু চোখে নিঃশব্দে দেখি বাঁকে বাঁকে।
কেঁপে উঠি আনন্দ শিহরণে তোমার আত্মপরিচয়ে!
অবিরাম চোখে, চেয়ে আছো কেন প্রিয়তমা সজনী?
ঐ দেখো দিকচক্রবালে দীপ্ত ঝংকার সুপ্ত আবেশে
            প্রত্যাশার আশা তৃপ্ত হৃদয়ের অনুভবে!