চোখ তুলি জানালায়, দেখি দূর অজানায়;
তুমি আসবে বলে সেই আশায়।
শরতের সাদা মেঘ আকাশে ভাসে,
কাশফুল-শিউলি হাসে।
মেঘ-বৃষ্টির রূপে দিশে হারাই
শেষ বিকেলের গোধূলি বেলায়।
চৈত্রের বাতাস ধোয়াশাছন্ন,
সন্ধ্যার পৃথিবী মোহচ্ছন্ন;
তুমি আসবে বলে!
পাখির কলরব শেষে ঝিঁঝিঁ পোকার ডাক
গভীর শূন্যতায় করলে অবাক।
দূর অজানায় তাকিয়ে
ঝাঁপসা অবারিত চোখের জলে!
তুমি আসবে বলে!