মস্তিষ্কের উর্বর ভূমিতে
                        তুমি যা রোপিবে তাই পাবে,
   শিক্ষা দীক্ষার উর্বর বীজ রোপিলে
                  যাত্রাপথে মনীষিদের দেখা পাবে।
    শাশ্বত হৃদয়ের এ কোমল ভূমিতে
                 কুসুম কোমল রক্তিম ফুল ফোঁটে,
     ফোঁটাও সে ফুল তোমার উর্বর জমিনে
     দেখবে, সে ফুলের গন্ধে ভ্রমর আসবে ছুটে।
             এ ভূমি যেমন কোমল তেমনি উর্বর।
      শৈশব কৈশর যৌবনে আপন আপন ভূমিতে
                  উন্নত বীজ বপন করো বারবার।
     মনে মনে ভাবো, স্বপ্ন দেখো হৃদয় খুলে,
      তুচ্ছ ভেবো না কিছু, অবজ্ঞা করো না ভুলে।
      তোমার আমার এ জমিন উর্বর পলি দিয়ে গড়া,
         ধন সম্পদ রক্ষা করবে না ,
                            যতই দেখাও ভাব হামবড়া।
       যৌবনের বন্ধু , সময়ের বন্ধু মস্তিষ্ক চর্চা করো
                  উর্বর ভূমিতে চাষ করো উন্নত বীজ;
        দেখিবে বন্ধু, মহামনীষিদের সাথে
                 তোমার নাম স্মরণ করবে
               আপন মহিমায় তুমিও থাকবে সজীব।
                                                      


(২০ সেপ্টম্বও ২০০৯)