আলো-আঁধারীর খেলা ঊষা গোধুলীতে
নিঃসর্গের মাঝে সত্যের মাদুলিতে।
শূন্য দিগন্তে অদ্ভুত বিভ্রমে বিহবল,
এরই মাঝে ক্ষোভ, পুঞ্জিভত পথ পিচ্ছল।
নির্গত তব নির্মিত ভূমি সংলগ্ন
চতুর্দিকে ব্যস্ত তবুও প্রকৃতি প্রেমিরা মগ্ন।
অতিশয় গভীর খাদের অতল গহবরে!
নির্ভয়ে যায়, কিন্তু ফিরে আসে না ঘরে।
আর্তচিৎকারে বিদীর্ণ এই লোকালয়,
ঊষা গোধুলীর মাঝে নিঃসর্গের শূন্যতায়।
চাঁদ না কি সূর্য উঠবে এ অভাবী সংসারে!
এরই মাঝে বসবাস ঊষা-গোধুলীর তীরে।