কর্মে কোলাহল, অভিমান-অনুরাগ
কখনও ভাবিনি এমন আঘাত
তাড়িয়ে দিবে আমাকে
দূর দূর করে
অজানায়।


আমিতো ছাড়িনি আমাদের ঘর
সুখে নয়! দুঃখে আছি প্রতিদিন,
ভুলিনি চটুল ইশারা
অন্যের আহবানে
অন্যখানে।


ভোরের আলোয় কোলাহল শেষে গোধূলিবেলায়
থেকে থেকে কেন এই বিমুখতা?
কেন এই নীরবতা!
শিথিল জীবন
নিঃসঙ্গত!


অবশেষে ফিরে এলে তবু কেন দূরে দূরে
বালিকা আর মরীচিকার মাঝে
বিব্রত বিলাপ আস্তাবলে
সন্ধ্যার কালো মেঘ
দূর করে দিও!