এই ভরা ভাদরে            সুখ নেই আদরে
                শুধু সন্দেহ ভয়,
কাশফুল দোলে          সাদা মেঘের কোলে
              তবু সুখ নাহি পাই।
দাঁড়ায়ে দক্ষিণে             জানালার কোনে,
          দেখেছি শরতের রূপ,
দক্ষিণ থেকে উত্তরে      সদাই ছুটাছুটি করে
             সৌন্ধর্য্যের বিজয় স্বরূপ।
পাকা তালের গন্ধে      পতঙ্গ ছোটে আনন্দে
             প্রজাপতি নাচে ছন্দে,
শরতের কাশফুল       কলতান নদীর দু’কুল
             তরি চলে মৃদুমন্দ ছন্দে।
শিউলি  ফুলে ধরাতল    মাটির মমতায় অবতল
            আনমনে ছিলাম একাকি,
এই ভরা ভাদরে     আদর করো সাদরে
          প্রভাতে নিলো কাছে ডাকি।
বলল প্রাণ পাখি    বলার কি কিছু আছে বাকি
          সন্দেহ ভয় সব গেছে চলে
নবীন প্রভাতে              কিংবা চাঁদনি রাতে
        আমার হৃদয় দ্বার গিয়েছে খুলে।
                                      (২৬ জুলাই২০০৯)