ভুলে  গেছি দিনগুলো এক মিনিটের নীরবতায়
ভুলে গেছি চেনা অচেনা পরিচিত মুখ
  শুধু বেঁচে আছি স্বপ্নের ঘোরে।
আঁধার রাতের যুগল ভূঁরুর ধুঁ ধুঁ নীলিমায়
ভুলে গেছি অন্তঃপুরের উথালি পাথালি সুখ
          যদি দেখা পাই কোন এক স্বপ্ন ভোরে।
স্বপ্নচোরা মধ্যদুপুরে হিংসাপুরির তীক্ষ্ন থাবায় কাঁপি!
ভুলে গেছি আমি, পুষেছি অজানা অসুখ!
তবু বেঁচে আছি, যদি সাড়া দেয় কোন এক ভোরে,
নির্জন পথে হেঁটেছি আমি নীল যমুনায় ছায়ায়
ভুল পথে শ্বাপদসংকুল জঙ্গলে
        সে যদি আসে আমার দ্বারে।
মরুর বুকেতে অশ্রুবিন্দু ছুঁয়ে, আশা জলকন্যার মায়ায়
দিগন্ত কাঁপানো জেগে উঠার কালে,
          শিকড়ের ঘ্রাণে পাই যদি তারে!
নীল জলরাশি সমুদ্র সফেন সাগরে নাবিক দোলে হাওয়ায়,
ভুল নির্দেশনায় নোঙ্গর তোলে
          নির্জনে তাকে পাই যদি ঘরে।
ভুলে গেছি বিজয়ের গান ঘ্রাণহীন বিষণ্নতায়!
                  শঙ্কিত মনে আজও থাকি ভুলে।