ভুলে গেছো মাগো! ভুলে আছো আমায়
সবই কি মিছে? কত আশা! এ ভালোবাসায়।
তবে কেন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে ছিলে!
কেন ছলনার জালে জড়িয়ে ছিলে?
                কথার মাঝে কি কথা
             আজ বড়ই খারাপ লাগে,
                কেন বুঝলে না আমায়
        সুদিন আসেনি বড়ই কষ্ট লাগে!
কি চাও তাও বলো না মুখ ফুটে?
               বুঝি না আকার ঈঙ্গিতেও!
            আমার কষ্টগুলো ওখানে
মাগো, আজ বড়ই কষ্ট লাগে প্রাণে!
ইচ্ছা থাকলেও যেতে ইচ্ছা হয় না।
কে কী বলেছে? তা তুমিই জানো
এমন অবজ্ঞাভরে ঠেলে দিও না!
ক্ষনিকের মোহে সংসারে অপন পর
কে নালিশ করে ? কার কাছে বলি মনো ব্যথা
মাগো! ভুলে গেছো, ভুলে আছো আমায়!
তাই দূর দূর করো, আছি এ পরবাসে।
সেই স্নেহ বন্ধন , সবই আজ ছলনা
কে কি বলল, আর একটু ঠুনকো অজুহাতে
সবশেষ। কত আশা! কত ভালোবাসা!
ওরা ওদের স্বার্থে দ্বন্দ্ব বাধিয়ে দূরত্ব বাড়াবে,
অন্যের কথা না শুনে নিজের মতো করে ভাবো।
ভুল বুঝে দূরে ঠেলে দিলে , ওরাও ফেলবে ঠেলে
সবার অগোচরে। দূরে আছি অজানায়,
                ভুল বুঝে ওদের কথাই শুনলে!
                          অযথা ব্যথা দিলে।
              আমি ছিলাম তোমার অস্তিত্ব জুড়ে,
                  সারা বাড়ি বেড়াতাম ঘুরে।
ভেবে দেখো পূর্বের কথা, আজ সবই স্মৃতি।
ন্যায় অন্যায় আর সন্দেহের বেড়াজালে,
আগাছা জমছে আজ সম্পর্কের দেয়ালে।
আজ শুনেছো আমার কথা , বুঝেছ ব্যথা।
আজ বুঝেছ সবার মাঝে ভুল বোঝাবুঝি।
আজ ভেঙ্গেছে বিভেদের দেয়াল,
আবার পেয়েছি শান্তির ছায়াতল।
বুকে টেনে নিয়ে, আঁচল দিয়ে মুছে দিয়েছ মুখ;
শান্তির সুবাসে সংসারে আবার এসেছে সুখ ।
                 তোমার শান্তির পদতলে
স্নেহ বন্ধনে ঢেকে দিলে শাড়ির আঁচল দিয়ে।
                            ধন্য হয়েছি আমি ।
বুকের জমাট বাঁধা অজস্র ব্যথা তোমার মমতায়,
      মাগো! আজ আমি মুক্ত বিহঙ্গ, পথ চলায়।
               ভেঙ্গেছে সন্দেহের দেয়াল
            আমি পেয়েছি মাগো তোমার পদতল।
               তোমার স্নেহ মমতা ভালোবাসায়
                     সুবাসিত শান্তির এ ছায়াতল।
                                                              (২৪জুলাই২০০৯)