সচেতন মনে চললে জীবনের প্রতিটি ধাপে,
সাফল‍্য আসবে দ্বারে আগামীর প্রভাতে।
তিমির রাত্রি ঠেলে ব‍্যর্থ হতাশা ফেলে,
আঁধার জীবন কাঁটিয়ে সাফল‍্য জুটবে ভালে।
শত লাঞ্চনা সয়ে  আপন কর্ম করে গেলে,
বিজয়ের সূর্য শিখা উন্নত শিরে উঠবে দুলে।
সময়ের সাথে জাগালে জীবন নদীর জোয়ারে,
আপনাকে  গড়তে পারবে ধাপে ধাপে দেশের তরে।
বেদনাসিক্ত কষ্ট স্মৃতিতে হতাশায় ডুবো না আর,
হাসিমুখে শত্রুর চোখে ছাই দিয়ে কাজ করো আবার।
স্বপ্ন দেখে বাস্তবে আনো কমে প্রতিটি প্রভাতে,
জয় করলে বাহাবা দিবে। শ্রম তোমারই হাতে।