আপন স্বার্থ সবাই  খোঁজে
                 মিথ্যা ঢাকে আপন আপন যুক্তিতে,
লোভ লালসার ভোগবিলাসে
                      যুক্তি দেখায় ঐ রীতিনীতিতে।
সমাজ কর্মের ধার ধারে না
                  মিথ্যা  যুক্তি খোঁজে  ধর্মনীতিতে,
নিজের দোষ নিজে দেখে না
        অন‍্যের সমালোচনা মনগড়া তর্ক যুক্তিতে।
মানি লোকের মান দিতে জানে না
                        গীবত করে খোঁজে  বেহস্ত,
ত‍্যাগে নাই ভোগে ব‍্যাস্ত
               অন‍্যেরটা খেয়ে সাম‍্যের বন্দোবস্ত।
ঘুস দুর্নীতির টাকা উপাসনালয়ে দান
               স্রষ্টার সাথে ভণ্ডামি ছাড়া কিছুই না,
তোমার কর্ম তোমার ধ্বংস
             তোমার পাপের ভাগ কেউ নিবে না।