ভগবান ডেকে কয়
রবিরাম সাঁই
সর্গেতে নাই তোর
নরকেতে ঠাঁই ।


শুনে কয় রবিরাম
তাই হবে প্রভু
তবে সাধ এক জেগেছিল
কহিনাই কভু ।


পৃথিবীতে অপরাধ
নরকেতে ঠাঁই
নাহি কোনো ভয় আজ
যেথা খুসি যাই ।


ভগবান শুনে কয়
তোর দাবি সাজেনা
তবু বল দেখি
মনে হয় আর তা কাজে না ।


আদেশেতে রবিরাম
নড়ে বসে কয়
মনের মত নরক চাই
শুনুন যদি হয় ।


যে আগুনে ডুবলে পরে
হিমের মতো ঠান্ডা
শীতল অতি না হলেও
জুড়ায় যেন প্রাণটা ।


যে লাঠিতে পিটলে পরে
আরাম লাগে গায়
কিল ঘুঁসির মাত্রা এমন
যেন ঘুমে না টের পায় ।


সাপের খাঁচায় ফেলনা
পাছে যদি কাটে
বিষ ছাড়া দুটি কেউটে দিও
খেলব নিয়ে মাঠে ।


বাঘ সিংহ খুব ভয়ানক
মানুষ যদি পায়
হাড়ও নাকি চিবিয়ে সাবাড়
হোথা কি আর যায় ।


তারচে একখান হাতি দিও
বসিব তাহার চূড়ে
জাহান্নমের শাস্তি গুলো
দেখব ঘুরে ঘুরে ।


*God has given you one face, and you make yourself  another "
_William Shakespeare