অনেক স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলাম শত মাইল,
বুনেছিলাম কত আশা প্রতি কদমে কদমে,
সবুজে ঘেরা গ্রাম আর  পাখির কোলাহল ছেড়ে
বাঁচতে শিখেছি ইটের দেয়ালের মাঝে।
,
শহরের পাখি আকাশে উড়ে না
থাকে বন্ধী খাঁচার ভিতরে।
শহরের মানুষ কথাও বলেনা,
থাকে নিজের ভিতর লুকিয়ে।
,
সবুজের গ্রাম ধান ক্ষেত আর মাঠে,
কত বেরিয়েছি বন্ধুরা সব মিলে,
সন্ধ্যা হলেই শুধু ঘরে ফেরার পালা,
কানামাছি গোল্লাছুট খেলেছি কত খেলা।
,
শহরের এই বাতাস এখন যাচ্ছে ভারী হয়ে,
শহরের এই দালানকোঠায় নিচ্ছে মাটি খেয়ে।
শহরের এই মানুষগুলোর পাথরে গড়া মন,
একাকীত্ব আর বিষন্নতা তাদের আপনজন।
#__________________হাসান_সাস
১৩/০৬/২০২০