দেশাত্ম কেবলই আজ কিছু মানুষের হাতে,
বাকি পড়ে রইল বুড়ো শালিকের দল।
চিন্তার বালাই নেই কি কাজে কিংবা কী পাপে
খিলখিলিয়ে হাসে যখন অন্যের ঘাড়ে চাপে।
বুড়ো শালিক খুঁজে বেড়ায় তার পরিত্রান,
কিছু লোকের ভাগ্যে গড়া সমীহ অপমান।
শকুনের দল আছে রাস্তার প্রতিটি কোণে
জানোয়ার আজ পুষছে মানুষ নিজ নিজ মনে।


মানুষ তুমি আজ কাগজের পাতা শিখে
মনুষ্যত্ব হয়না শেখা লক্ষ্য পাতা লিখে।
জ্ঞানহীন মানুষ তাহার বড্ড বেশি ভিড়,
বুড়ো শালিকের মিছিল হয় না, হয় না শক্ত শির।


এযাবৎ যত রক্ত ঝরেছে, দিয়ে গেছে কত প্রাণ।
সামান্ন তাহার নর পশুর ,বাকিটা সাধারণ।
___ হাসান সাস ___
রচনা:১৪/০৮/২০২০