চেনা পথের শুন্যতায় আজ বড় বেশি ভাবি,
ভেজা রাস্তা, ছায়া পথে আরো অনেক বেশি কাঁদি।
চোখে কান্না, যায়না লুকানো,হাজার বেশি ভেবে
দিন যাচ্ছে, রাত বাড়ছে নির্ঘুম রাত কেঁদে।
,
স্রাবণে সুন্যতা আনলো বয়ে চোখে
কখনো পূর্ণ হয়ে হাসিনি এই মুখে।
যেখানে চাঁদ ওঠে, সেদিক ছুটে যাই,
খুঁজি তোমায়, শুধু তোমায়, তুমি কোথাও নাই।
,
যদি জমে থাকে চোখের কোনে হয়ে থই থই,
তোমার কথা,তোমার সৃতি এ বুকে রাখি কই।
সব বাধা ভেঙে যায়, যতোই থাকুক আড়াল
গড়িয়ে পড়ে আর গড়িয়ে পড়ছে রাত কিবা সকাল।
,
জানিনা এ ব্যথা কি শুধুই আমার?
তুমিও কি আড়ালে আঁচল ভেজাও,
তাই এখনো খুঁজি তোমায় বাতাসের বুকে কান রেখে,
শুনি আড়াল থেকে তোমার কথা,
যা বেজেছিল আমার বুকে।
------------ #হাসান_সাস