এ অনুভবের স্পর্শে ছুঁয়ে যায় দেহ,
কল-কল ধ্বনিত স্রবণে ওম কেহ,
সঙ্গীতের চারুপাতায় নিভেছে চোখ
আহ্‌ ,আমারো ইচ্ছে বহুদিনের শোক।
কি পারিলাম, কি কহিলাম অদ্ধাবসে,
নিজেকে করিলা অবস্থান সর্ব শেসে।
লইতে তাঁহার সাধ করিয়াছি ভুলে,
কি করিয়া হইবে পূর্ণ দিয়ে মাশুলে।
কিঞ্চিৎ করিয়া দাবাইয়া রাখী কন্ধ ,
এখনো যেন ডাক দিয়ে তোমায় গন্ধ।
স্বল্প সরণি করেছি বহু দিক পথে,
হয় আজি বহিতাম বিলাসীর রথে।
কি ভৌতিক খেয়ালে ভাঙ্গিল মোহে নিদ্রা
আর কি নাহি পাবো ফিরে যৌবন চন্দ্রা।
------------১৫,০৫,১৪