- হাসান সাস্‌
বিশ্বাসের প্রথম স্পর্শ আমাকে কাঁদায়,
ছিলেম অকুতোভয় এক মাত্র তোমাতে
এ বিশ্বাসে প্রথম উলঙ্গ চুম্বন ঠোঁটে
আমি পাথর, শৈল্পিক উন্মুক্ত  তটে।


ভাষাহীন ক্রন্দ্ররত চোখে জল
জানিনে!! কি টান চুম্বনে আর দেহে
মিলনে রইল না বাঁধা, উগ্রতার যোজন ,
এ বিশ্বাসে প্রথম প্রকাশ্যে আলিঙ্গন।


নেই চোখ লজ্জা, লাজুকের জাত
কি কামনায় বাড়িল বুকে সাধ
আজি কেন মোর তোর চড়নে মরণ ?
সংক্ষিপ্ত চল-নায় শুধু শূন্য কাঁটাতার
ভুল যদি হয়ে থাকে মৌন বাসনায়
তবে কেন জ্বলছে দেহে দ্বৈত কামনায় ।


বিশ্বাসের প্রথম শেষে , বহুতিক ছন্দ
পেয়েছে আমায় খুঁজিতে নিদারুণ ছন্দ।
বাহু লয়ে সিনায় পাপাচারীর তটে
ভুলি নাই  প্রথম উন্মুক্ত চুম্বন ঠোঁট ।
-- ২৫/০৫/১৪