কবিতায় কবির চোখে তাকিয়ে দেখি,
সে চোখ কেবলি বিশ্বয়ময়
অদ্ভুত হাসি, অবাক নয়নি
সে চোখ নিজেকে করেছে ভাষিণী।।


যে চোখ করেছে আমায় সর্গের দুয়ার
যে সাজিয়েছে তারে কাজলের রেখায়,
বিধি তার জন্য মোরে সেজেছে
কি টান বুকের চরে জেগেছে।


তাহার চোখে চাইতে বহু-সম
হারাতে চাইনা তবুও কেবলি হারাই
সে জল করেছে মরে ব্যাথাধর!!


পুস্পকে বলি অহংকারী তুমি
দেখেছো কি কখনো , তার চোখ দুখানই
সইতে নাহি ,পাপড়ি বহে পাতা
সে চোখের মায়ায় কি করে দুলবে ভুলে !!
কি করে ছড়াবে গন্ধী সুবাস?
জেনে রেখ কেবলি আমারই জন্য অবিনাশ।
১১/০৬/১৪