জ্ঞানী তুমি,মহাজ্ঞানী,ভাবছো বারেবার
সুকৌশলে লাগিয়ে দাও,পরস্পরে বিবাদ।
পাপাচারে আবিষ্ট তুমি,করছো বাহাদুরী
বেশভূষায় লেবাসধারী,ভিতরে অন্তঃসার।


করছো বাহানা সমাজ সেবার
সেবা তো দাওনা কিছু
প্রস্তাব করো বন্ধু মহলে,বাহবা পাচ্ছো সবার।
সংগঠক তুমি,উপস্থাপক তুমি, চাও না ছাড়তে মাইক
ব্যাংক হিসাবের সিগনেটরি তুমি
থাকতে চাও চিরকাল।


দেশ-বিদেশের সবাই মিলে
থাকতাম কোলাহলে
দেখা সাক্ষাৎ হতো সবার
হতো বাড়তি ভুঁড়িভোজ।
হাসি তামাশায় কাটতো সবার
আনন্দে ছিলাম বেশ
সুকৌশলে চিহ্ন করলা
সোনালী সেই স্মৃতিময়
বন্ধুত্বের বন্ধন।
আত্ম অহংকারে মুগ্ধ তুমি
ভাবছো মহাজ্ঞানী
বন্ধুত্বের বন্ধন চিহ্ন করে
ঘৃণিত তুমি,ভীষণ ঘৃণিত -
এ কালের মীরজাফর।