সুজলা,সুফলা,শস্য শ্যামলা আমার বাংলাদেশ
সবুজে সবুজে ঘেরা আমার সোনার দেশ।
আমার দেশের সোনার মাটিতে সোনার ফসল ফলেে
এমন দেশটি পাবে না আর ‍বিশ্বভুবন ঘুরে।
সাগর মোহনা,গিরি-কুণ্ডলা আমার এ দেশ
ছয়টি সাঝে সজ্জিত হয় সবুজ বাংলাদেশ।
মৃত্যু যদি হয় মা আমার তোমারে এদেশে
আসিব আমি আবার ফিরে
রাঙা প্রভাতের রক্তিম আভা নিয়ে।
বিশ্বাস যদি না হয় মাগো শুনো তাহলে বেশ
তোমার খোকা আসিবে ফিরে
ভোরের ঘুম ভাঙানো পাখ-পাখালি হয়ে।