একাকীত্ব হয়তো দুঃখের অনুভবে একা
একাকীত্ব হয়তো সুখের,সবকিছুতেই বিভীষিকা
আমিও চাই একাকীত্ব ,ভাবনায় আসে না কেন?
আমি কি তবে মায়াজালে,সুখ-দুঃখের দুটানায় ।


ক্ষণিক তুমিই বড় আপন,আমিই তোমার সব
ক্ষণিক পরে খোলস বদলানো তুমিই অচেনা
খোঁজে আমি পাইনা তোমায় সে বীভৎস রূপে
একাকীত্বের সংজ্ঞা তখন,ভীষণ মরিচীকাময় ।


একাকীত্বেই পুলকিত, গাইতে ভালো লাগে
এইতো বেশ ভালো আছি,আমি তোমাকে ছাড়া
নাইবা থাকলে আমার পাশে,আমিই হবো রাজা
আমি রচিব আমার পৃথিবী শুধু তোমাকে ছাড়া।