অদৃশ্য করোনায় সংকিত মোরা,
রহম কর,তুমি রহমান রহিম।
ধনী-গরীবে থাকবেনা ভেদাভেদ
সংকল্প করি তার।
লোভ-লালসায় পরিপূর্ণ
আমিত্ব নামক পশু।
করব জবাই পশুটাকে
কথা দিলাম তোমায়।


ন্যায়-অন্যায়,হালাল-হারাম
চিন্তায় আসে না মোটেও।
পরের ধানে মই দিয়ে মোর
অট্ট হাসি পায়।
নাম-যশ সবি আছে
বিত্ত বৈভবে ভরা।
চরিত্রহীন শব্দটি আমায়
ধারুণ শোভা পাই।


ভাবছো তুমি এমনি ভাবে
পার পেয়ে যাবে সবে।
ভুলের স্বর্গে করছ বসবাস
ভবের মায়াজালে।