দু দিনের দুনিয়া,ভাবনা তোর আসেনা
থাকবি কি চিরদিন?মরতে হবে একদিন!
দুই ,তিন বা অধিক সেকেন্ড কম্পনে, কম্পিত হয় ধরণী।
দিক বে দিক ছোটে বেড়াস, ওরে বে হুস দু দিনের পথচারী!


করলি অন্যায়,করলি চুরি,খাইলি ঘুষ,করলি চোগলখোরি
কিসের আশায় করলি প্রাসাদ, সুরম্য অট্টালিকা!
লাগবে সারে তিন হাত মাটির বিছানা!
ওরে বে হুস দু দিনের আগন্তুক।


ভাবছিস কিছু পর কালের তরে, সঞ্চয় কি আছে কিছু?
মুনকির নাকির করবে সওয়াল,উত্তর দিবি কি?
কৃষক,  শ্রমিক, মজুর তুমি ,হয়েছে তাতে কি?
আল্লাহ’র দরবারে নাইরে ভেদাভেদ- ফকির,মজলুম ও ধনী।


ওঠ রে জেগে ওরে নির্বোধ,এখনও আছে সময়
কাঁদবি না হয় পর জনম,আজকের দিনটির তরে।
জীবিকার তরে, আজিকে তুমি, অন্যায় কে করিয়াছ ন্যায়
ধংশিলে যখন, বুঝিবে তখন, অন্যায় ছিল কেমন!
এখনও আছে সময়, দু দিনের পথচারী।