মানুষ তুমি সৃজন হয়েছ আশ্রাফুল মাখলুকাত!
তবে কেন এত নৃশংসতা,বিভৎসতা,কেনবা এত বর্বরতা ?
চারদিকে শুধু অন্যায়, অনিয়ম,অসত্য
বন্ধুত্বের বন্ধনে লুকায়িত লৌকিকতা, স্বার্থপরতা
এ কেমন জীবন? ধরণী হয় বাকরূদ্ধ!


পোষাকের আবরণে আবৃত মানুষরূপি কিছু নরপিশাচ ।
স্তব্দ গ্রাম ,লোকালয় ,শহর , বন্দর
রাস্তা ঘাট ,পথ প্রান্তর বিশাল গর্তে ভরা মৃত্যুর ফাঁদ !
রক্ষক দাম্ভিকতায় সব কিছু করে  ভক্ষণ
নাভিশ্বাস হয় আম জনতার ।


অন্যায়কারী লুণ্ঠনকারী হয়, শাসক বা বিচারক কিংবা সমাজসেবক
অব্যবস্থাপনা, জুলুম, নির্যাতন হয় প্রাত্যহিক দর্পণ ।
সর্বত্র আলোচনা ,সমালোচনা,কে করবে ব্যবস্থাপনা
কবে আসবে ন্যায়পরায়নতা,কবে আসবে সুশাসন ।
আসবে কবে সে সন্ধিক্ষণ?
তোমার আশায় প্রহর গুনছি,দিবা -নিশি সর্বক্ষণ ।