চির ঋণী করেছ মোদের
বুকের রক্ত দিয়ে।
ভাষার জন্য দিয়েছ প্রাণ
অকুতোভয়,তোমরাই বীর সৈনিক।


আজও তোমরা চির অমর
থাকবে চিরদিন।
ভুলতে পারিনি আজও মোরা
তোমাদের আত্মদান।


জন্ম হতে মুখের বুলি
মায়ের মুখের ভাষা।
কেড়ে নিতে চাইছে,ওরা মাগো
তোমার মুখের  ভাষা।


ওরা ও মাগো বুলি আওরায়
তাদের মায়ের মতন।
কেমন করে ভাবল তারা
কেড়ে নিতে,আমার মায়ের ভাষা।