পাইনি খেতে দুই দুটো দিন
জ্বলেনি উনুন একটুক্ষাণি
পানিতে ডুবা প্রিয় কুঁড়েঘর
থৈ থৈ করে পানি।
বসত ভিটা সবই ডুবা
গলা অবধি পানি।
রবি-শস্য, পুকুর ভরা মাছ
বানের পানির তলে।
স্বপ্ন মোর অঙ্কুরে বিনষ্ট
পথের পথিক আমি।


আশা ছিল সোনালী ফসল
রাখব গোলা ভরে
আশার আলো নিভে গেল
বানের পানির তোড়ে।
ছোট্ট দুই চাওয়াল খাবার লাগি
কান্না কাটি করে।
অনাহারী মুখের চাহনি
ঝড় তুলে মনের গহীনে
দু চোখেতে অশ্রুর বন্যা
ক্ষত বিক্ষত আমি।