ভাবিনি কখনও এমন হবে
প্রিয়জন, থাকবেনা সাথে-
একা আমিই শুধুই একা
থাকব, অন্ধকার কবরে ।।


শুনেছি আমি, হাসরের মাঠে
কেউ হবে না কারো-
পাপ পুণ্যের বিচারেতে
থাকবেনা, কেউ পাশে।।


দেখেছি আমি, করোনা-কালীন সময়
কেউ হয় না কারো-
আপন সন্তান, রেখে যায় মাকে
রাস্তার দ্বারে বা জঙ্গলে।।
শ্বাস কষ্টে ‍তৃষ্ণার্ত বাবা
পানির জন্য, হাহাকার করে
স্ত্রী সন্তান  চিট কিনি দেয়
বদ্ধ কুটিরে।।


আলামত, এ সকল কেয়ামতের
এখনও যে সময় আছে-
পরিবার পরিজন, কেউ কারো নয়
ভাবনায় আনো সবে।।
কররে আমল কররে নেকী
চলরে সৎ পথে-
তবে তুমিই,  জান্নাতি হবে
বিশ্বাস, রাখো রব -এ।।