ভোরের উষা মেঘে ঢাকা
নেই তো আলোকচ্ছটা।
পাখপাখালির কুহু কলতান
সবই শূন্য ফাঁকা।
ঘুট্‌ঘুটে অন্ধকারাচ্ছন্ন সাথে নীরবতা
ভীষণ একা আমিই শুধু
নেই তো কেউ চারিপাশ।
মূষলধারে  নামল বৃষ্টি
নেই যে  সাথে ছাতা।
দৌড় দিলাম সামনের পানে
যদি পেয়ে যায় কিছু!  
দাঁড়িয়ে পরলাম গাছের তলায়
হলো না শেষ রক্ষা।
বৃষ্টির পানিতে জবুথবু
ভিজ লো মোর সারা গা।


রিমঝিম ভারী বর্ষণ
থৈ থৈ করে পানি।
পথ প্রান্তর গেল তলিয়ে
চারদিকে পানি আর পানি।
হাঁটছি আমি মৃদু পায়ে
প্রতিটি কদম দেখে।
পাদুকা আমার পাইনি মাটি
আমি যে নালার মাঝে!
কপাল আমার সত্যিই ভাল
যেতে হলো না তলে।
ময়লা আর আবর্জনা তে
নালা যে ছিল অতি পূর্ণ।